আউটসোর্সিং/ফ্রিল্যান্সিং ও চাকরি
আউটসোর্সিং এর সহজ সরল অর্থ হলো অন্যের (ক্লাইন্ট/বায়ার) কাজ কম্পিউটার এর মাধ্যমে করে দেওয়া ও বিনিময়ে বেতন/অর্থ নেওয়া। ক্লাইন্ট বা বায়ার সাধারনত বাইরের দেশের হয়ে থাকে, কারন আমাদের দেশের লেবার কস্ট কম থাকার কারনে বিদেশিরা আমাদের দিয়ে কাজ করিয়ে নিতে পছন্দ করে। তবে কাজের চাপ বেড়ে যাওয়ার কারনে আমাদের দেশেও এখন অউটসোর্সিং/ফ্রিল্যাংসিং কাজ অনেক বেড়ে গেছে। বর্তমানে অনেক বাংলাদেশী প্রতিষ্ঠান আছে যারা নিয়মিত ফ্রিল্যান্সার দিয়ে কাজ করিয়ে নিচ্ছে।
এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এটাকে তো চাকরি ও বলা যেতে পারে, তাহলে ফ্রিল্যাংসিং বা আউটসোর্সিং বলার মানে কি?
হ্যা, এর মধ্যে অনেক পার্থক্য আছে।
১। চাকরি করলে আপনার একটা নির্দিষ্ট স্থান বা অফিস থাকবে, কিন্তু ফ্রিল্যান্সিং এ নির্দিষ্ট কোন স্থান বা অফিস থাকবে না, আপনি যেখানে খুশি সেখানে বসে কম্পিউটার ও ইন্টারনেটের মাধ্যমে ফ্রিল্যাংসিং করতে পারবেন।
২। চাকরি করলে আপনার একটা নির্দিষ্ট পোষাক বা ইউনিফর্ম থাকবে, কিন্তু ফ্রিল্যান্সিং এ নির্দিষ্ট কোন স্থান বা অফিস থাকবে না, আপনি যা খুশি তাই পরে ফ্রিল্যাংসিং করতে পারবেন।
৩। চাকরি করলে আপনার একটা নির্দিষ্ট বেতন থাকবে, কিন্তু ফ্রিল্যান্সিং এ নির্দিষ্ট কোন বেতন বা মজুরি থাকবে না, আপনি যত খুশি তত আয় করতে পারবেন।
৪। চাকরি করলে আপনার একটা নির্দিষ্ট অফিস আওয়ার বা সময় থাকবে, কিন্তু ফ্রিল্যান্সিং এ নির্দিষ্ট কোন অফিস আওয়ার বা সময় থাকবে না, আপনি যখন খুশি তখন ফ্রিল্যাংসিং এর কাজ করতে পারবেন।
৫। চাকরি করলে আপনার একটা নির্দিষ্ট চাকরির মেয়াদ থাকবে, কিন্তু ফ্রিল্যান্সিং এ নির্দিষ্ট কোন মেয়াদ বা গ্যরান্টি থাকবে না, আপনার যখন তখন জব চলে যেতে পারে।
এই রকম আরও অনেক পার্থক্য রয়েছে।
তবে আমরা মনে করি, ফ্রিল্যান্সিং ই আপনার জন্য উপযুক্ত, কারন আমাদের দেশের প্রেক্ষাপটে চাকরি খুবই বিরল। আপনি পার্ট টাইমার হিসাবেও ফ্রিল্যান্সিং করতে পারেন। পড়া-শুনার পাশাপাশি বা চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং আপনার একটি ভালো পার্ট টাইম ইনকামের উৎস হতে পারে।
ওয়েবসন জব (Webson Job) এর ফ্রিল্যান্সিং ট্রেনিং নিয়ে আপনি যেকোন সময় ইনকাম শুরু করতে পারেন। আপনার ট্রেনিং শেষ হওয়ার পরদিন থেকেই আপনার ইনকাম শুরু হবে। ১০০% মানি-ব্যাক গ্যারান্টি।
আমরা কিভাবে প্রশিক্ষন দিই
১। আপনি আগে সিদ্ধান্ত নিবেন যে আপনি কোন ধরনের কাজ করবেন। (যেমন: মার্কেটিং, ডেভেলপমেন্ট, ডিজাইনিং, প্রোগ্রামিং, ডাটা এন্ট্রি, একাউন্টিং ইত্যাদি)
২। আমরা আপনাকে আপনার পছন্দ মত একটি কাজে উপযুক্ত ট্রেনিং দিয়ে পারদর্সি করে গড়ে তুলব।
৩। আমরা সাধারনত তিন ধাপে প্রশিক্ষন দিই:
>> Sensible Classes (Estimated) (সামনা-সামনি টিচার এর সাথে খোলা-মেলা আলেচণা, ট্রেনিং লেকচারস ও প্রাকটিস)
>> Group Classes (Lifetime) (অনলাইন গ্রুপ এর মাধ্যমে ইনসট্যান্ট প্রবলেম সলভ ও ডিজিট্যাল ক্লাস)
>> Skype Support Classes (Lifetime) (স্কাইপ এর মাধ্যমে কনভারসেসন, ইনটারভিউ প্রাকটিস ও ক্লাইন্ট মেইনটেন্যান্স পদ্ধতি)
৪। অনলাইন এর জব মার্কেট গুলোর সাথে আমরাই আপনাকে পরিচয় করিয়ে দিব।
৫। যথাযথ ভাবে জবে এপ্লাই করার ২০ টি কিলার টিপস আমরাই, আপনাকে শিখিয়ে দিব (এই টিপস গুলো ফলো করলে আপনি ১০০% জব পাবেন)।
৬। ক্লাইন্ট এর সাথে কিভাবে কথা বলবেন ও ইন্টারভিই দিবেন, আমরাই আপনাকে শিখিয়ে দিব।
৭। ইংরেজীতে দুর্বল থাকলে, অপনার জন্য ফ্রি স্পিকিং ও রাইটিং ক্লাসের ব্যবস্থা রয়েছে।
৮। কি করে জব অফার লেটার লিখবেন ও এ্যকসেপ্ট করবেন, আমরাই আপনাকে শিখিয়ে দিব।
৯। কাজ কি করে করবেন তা অবশ্যই ট্রেনিং এর মাধ্যমে শিখিয়ে দেওয়া হবে।
১০। কাজের রিপোর্ট কিভাবে জমা দিবেন, তা আমরাই আপনাকে শিখিয়ে দিব।
১১। কি করে বেতন নিবেন ও ডলার বাংলাদেশে নিয়ে আসবেন, তা আমরাই আপনাকে শিখিয়ে দিব।
১২। ইন্টারন্যশনাল ব্যাংক এ্যকাউন্ট আমরাই আপনাকে খুলে দিব।
১৩। কি করে ডলার, টাকায় ভাংগাবেন, তা আমরাই আপনাকে শিখিয়ে দিব।
১৪। নিয়মিত জব পাওয়া ও ক্লাইন্ট ধরে রাখার ২০ টি কিলার টিপস আমরাই আপনাকে শিখিয়ে দিব (যেগুলো ফলো করলে, আপনি সারাজীবন কাজ পেতে থাকবেন)।
আমি জাহিদা খাতুন সুমি । রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে পড়ছি । পড়াশোনার পাশাপাশি আমি একজন সফল Freelancer হিসেবে oDesk এ Job করছি । আমি আপনাদের বলতে চাই কিভাবে আমি সফল Freelancer হলাম । See More >>
দেশের উন্নয়ন ও সর্ব সাধারণের আর্থিক নিরাপত্তার জন্য যখন হন্বে হয়ে একটি কর্মকৌশল বা প্লাটফর্ম খুজে ফিরছি পত্র-পত্রিকায় বন্ধুদের আড্ডায় ও জীবনের বিভিন্ন অনুষঙ্গে, কিন্তু কোথাও সমর্থন অথ বাহাতরে নাগালে তা পাইনি। See More >>
I never think that I could be able to do any freelancing task. I had one laptop myself and I usually used facebook and did nothing. But Webson Job had made e a successful freelancer. Thanks to See more >>
Hi I am alamin, I am a student of “Webson job batch 01″ Now I can say that I am a successful freelancer by Webson Job. I am really happy to be a member of Webson Job. It is not a organization See More >>